এই শহরের জীবন বড় নিয়ম মাফিক
মনখারাপের সময়টুকু হিসেব কষে
ভালো বাসা মন্দবাসা রুটিন মেনে
এই ভাবে কি শরৎ আসে পরবাসে?
দিন কেটে যায়, সন্ধ্যা আসে, পাপক্ষয়ের
আরো একটা বছর কাটছে ভীষণ ভয়ের
এই সাধারণ বেঁচে থাকাই ঘোর নিয়তি
দু এক মুঠো পদ্য এবং আত্মরতি
এই সাধারণ বেঁচে থাকা, জীবন যাপন এই অকারণ,
এটাই এখন ঘোর নিয়তি, কারণ ভাবা এখন বারণ।
তবুও কিছু ব্যথা থাকে, তীব্র জাতের,
কিছু কিছু ব্যথা থাকেই, মধ্যরাতের ....
নষ্ট হচ্ছে সময় এবং এ যৌবনের
হাত জুড়ে তো কি বোর্ড কিংবা মরা আগুন
সমুদ্র তো অনেক দূরে, ভরসা ছিলো বালিয়াড়ি
সেই হাঁটাটাও শেষ হলোনা। ডাক দিলেনা, রাইকিশোরী।
মনখারাপের সময়টুকু হিসেব কষে
ভালো বাসা মন্দবাসা রুটিন মেনে
এই ভাবে কি শরৎ আসে পরবাসে?
দিন কেটে যায়, সন্ধ্যা আসে, পাপক্ষয়ের
আরো একটা বছর কাটছে ভীষণ ভয়ের
এই সাধারণ বেঁচে থাকাই ঘোর নিয়তি
দু এক মুঠো পদ্য এবং আত্মরতি
এই সাধারণ বেঁচে থাকা, জীবন যাপন এই অকারণ,
এটাই এখন ঘোর নিয়তি, কারণ ভাবা এখন বারণ।
তবুও কিছু ব্যথা থাকে, তীব্র জাতের,
কিছু কিছু ব্যথা থাকেই, মধ্যরাতের ....
নষ্ট হচ্ছে সময় এবং এ যৌবনের
হাত জুড়ে তো কি বোর্ড কিংবা মরা আগুন
সমুদ্র তো অনেক দূরে, ভরসা ছিলো বালিয়াড়ি
সেই হাঁটাটাও শেষ হলোনা। ডাক দিলেনা, রাইকিশোরী।