একডালিয়ার প্যান্ডেল নেই, কলেজ স্ট্রীটের রোশনাই,
আমাদের পুজো বড় মাপামাপি, দিন আনি আর দিন খাই।
নাটকের প্রপ বড় দুর্লভ, ডিনার ও তো চাই শস্তা,
ডেকরেশন কি বাজেট ছাড়ালো? মুড়ি আনো এক বস্তা।
হলের ভাড়াটা কমানো গেলোনা, দুপুরের খাওয়া তাও ফ্রি,
গ্র্যজুএট ছানা, কি ভাবে বলুন পনেরোর বেশী চাঁদা দি?
প্রতিবারই ভাবি, এবারেই শেষ, আমরা সবাই ক্লান্ত,
তবু দিন শেষে, ফুরোয়না কিছু, সকলই থাকে বাড়ন্ত।
রাত জেগে কাজ, আড্ডা ও গান, ভালোবাসা, অভিমানে,
স্টেট কলেজের পুজো বেঁচে থাক আমাদের মনে প্রাণে।
আমাদের পুজো বড় মাপামাপি, দিন আনি আর দিন খাই।
নাটকের প্রপ বড় দুর্লভ, ডিনার ও তো চাই শস্তা,
ডেকরেশন কি বাজেট ছাড়ালো? মুড়ি আনো এক বস্তা।
হলের ভাড়াটা কমানো গেলোনা, দুপুরের খাওয়া তাও ফ্রি,
গ্র্যজুএট ছানা, কি ভাবে বলুন পনেরোর বেশী চাঁদা দি?
প্রতিবারই ভাবি, এবারেই শেষ, আমরা সবাই ক্লান্ত,
তবু দিন শেষে, ফুরোয়না কিছু, সকলই থাকে বাড়ন্ত।
রাত জেগে কাজ, আড্ডা ও গান, ভালোবাসা, অভিমানে,
স্টেট কলেজের পুজো বেঁচে থাক আমাদের মনে প্রাণে।
No comments:
Post a Comment