সে ভীষণ মন কেমনিয়া মেঘ
এসেছিল আকাশের কোণে
বালিকা নাকছাবি তার
ভুলে এলো হলুদের বনে
এসেছিল আকাশের কোণে
বালিকা নাকছাবি তার
ভুলে এলো হলুদের বনে
বালিকার তনু মন জুড়ে
ছেয়ে আছে গভীর বিষাদ
অঙ্ক মেলেনি কিছু আজ
ওই এক ছিল পরমাদ
ছেয়ে আছে গভীর বিষাদ
অঙ্ক মেলেনি কিছু আজ
ওই এক ছিল পরমাদ
ধুপ ধূনো দেয় অভ্যাসে
বালিকা, তুলসী মঞ্চটি সুখী গৃহকোণে
মনোরম গৃহপাট রয়েছে সকলি
বৃথা সরসী শুকালো আজ নিদাঘ তপনে
বালিকা, তুলসী মঞ্চটি সুখী গৃহকোণে
মনোরম গৃহপাট রয়েছে সকলি
বৃথা সরসী শুকালো আজ নিদাঘ তপনে
গৃহে তার ধনধান্য, তার সাজানো বাগানে
ফুটেছে মল্লিকা, কোকিলেরা কুহু ডাকে
তবু আহির ভৈরবী মাঝে বাজে ছায়ানট
বালিকার প্রিয়জন পরবাসে থাকে
ফুটেছে মল্লিকা, কোকিলেরা কুহু ডাকে
তবু আহির ভৈরবী মাঝে বাজে ছায়ানট
বালিকার প্রিয়জন পরবাসে থাকে
No comments:
Post a Comment