Thursday, December 10, 2015

দয়িতা কে

প্রেম অপ্রেম। কিছু কাটাকুটি খেলা।
ঝাপসা স্মৃতিরা। আর মেঘলা বিকেলবেলা।
এলোমেলো কিছু কথা। কিছু নিরুদ্দেশ।
আধখোলা ভিজে চুলে মাখা আশ্লেষ।
কিছু চোখ বাঙ্ময়। অতল ও গহন।
না খোলা বিবর্ণ খাম। কিছু স্তব্ধ উচ্চারণ।
কিছু বুক কুরে খাওয়া। নিঃশব্দ দহনে।
ভ্রূপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে।

তোকে ভালোবাসি। মুমূর্ষু কবিতার মত।
জীর্ণ যা কিছু, পুরোনো মলিন,
ধুয়ে যাক যত।    

No comments: